You will be redirected to an external website

বেতন কাটতে হবে মুখ্যমন্ত্রীরও , দাবি ডিএ আন্দোলনকারীদের !

বেতন-কাটতে-হবে-মুখ্যমন্ত্রীরও-,-দাবি-ডিএ-আন্দোলনকারীদের-!

মুখ্যমন্ত্রী ধর্নায় বসলে তাঁর বেতনও কাটতে হবে । সংগৃহীত ছবি

 কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দু'দিনের জন্য রেড রোডে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার মুখ্যমন্ত্রীর বেতন কাটার দাবিতে সরব হলেন রাজ্য সরকারি কর্মীরা।

ডিএ আন্দোলনকারীদের 'চোর-ডাকাত' বলে আখ্যা দিয়েছিলেন মমতা। পাশাপাশি অভিযোগ করেছিলেন, ডিএ আন্দোলনকারীরা চিরকুটে চাকরি পেয়েছিলেন। এই আবহে মুখ্যমন্ত্রীর 'চোর-ডাকাত' মন্তব্যের প্রতিবাদে ৬ এপ্রিল কর্মবিরতির ডাক দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। শনিবার তাঁরা বলেন, এক যাত্রার পৃথক ফল কেন হবে? মুখ্যমন্ত্রী ধরনায় বসলে তাঁর বেতনও কাটতে হবে বলে দাবি উঠেছে।
২৯ মার্চ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অবস্থানে বসে বলেছিলেন, ‘প্রতিদিন আপনারা এখানে গিয়ে এই চাই, ওখানে গিয়ে ওই চাই করেন। চোর-ডাকাতগুলো। যে চোর-ডাকাতগুলো চিরকুটে চাকরি পেয়েছিল। সব গিয়ে বসে আছে ওখানে, ডিএ-র ওখানে। তাঁদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে? জ্ঞানদাতারা, চোরেরা, ডাকাতরা, ডাকাত সর্দাররা।’

এরপর ৩০ মার্চও সরকারি কর্মীদের আক্রমণ শানান মমতা। মুখ্যমন্ত্রী বলেন, 'যাঁরা গণশক্তিতে কাজ করেন তাঁদের প্রত্যেকের স্ত্রী শিক্ষিকা। সব চিরকুটের চাকরি। জনগণের টাকা নিয়ে পেনডাউন করবেন? যারা পেনডাউন করেছেন তারা চিরকুটে চাকরি পেয়েছেন। সব ফাইল খুঁজে বের করতে বলেছি। টাকা নিচ্ছে। পেনশন নিচ্ছে। আরও চাই।'

আন্দোলনকারীদের বক্তব্য, এক যাত্রার পৃথক ফল কেন হবে? সম্প্রতি ডিএ-র দাবিতে কলম ধর্মঘটে অংশগ্রহণকারীদের বেতন কাটার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ধরনায় বসলে তাঁর বেতনও কাটতে হবে বলে দাবি উঠেছে।
 

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ফিল্মি-কায়দায়'-শ্যুটআউট,-পরপর-গুলিতে-ঝাঁঝরা-দুর্গাপুরের-রাজু Read Next

ফিল্মি কায়দায়' শ্যুটআউট, ...