দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের প্রভাব
দক্ষিণবঙ্গ জুড়ে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে শুরু হয়ে যা সপ্তাহান্ত পার করবে বলে অনুমান। শুধু তা-ই নয়, মাঝে একদিন ঝোড়ো হাওয়ার প্রভাব বেশ খানিকটা বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস। ওই দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
কলকাতাতেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছিল মঙ্গলবার। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও কলকাতা-জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।আকাশ অংশত মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। পারদ নামতে পারে ২৯ ডিগ্রি পর্যন্ত। তবে শুধু কলকাতা নয়, শহর সংলগ্ন জেলা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড় চলতে পারে সপ্তাহান্ত পার করে আগামী সোমবার সকাল পর্যন্ত।
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে একই ভাবে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ওই দিনই দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে সোমবার পর্যন্ত সপ্তাহের বাকি দিনগুলিতেও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
একটি নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই ঝড়বৃষ্টি বলে মনে করছেন আবহবিদেরা। দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে ওই অক্ষরেখা। তার ফলেই দক্ষিণবঙ্গ জুড়ে আগামী প্রায় এক সপ্তাহ শান্তিবারি ঝরবে বলে অনুমান আবহবিদদের। অন্য দিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলায় বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা।