You will be redirected to an external website

তিন সপ্তাহে দু’বার, বিহারে ফের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ল নদীতে!

তিন-সপ্তাহে-দু’বার,-বিহারে-ফের-নির্মীয়মাণ-সেতু-ভেঙে-পড়ল-নদীতে!

বিহারে ফের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ল নদীতে!

কিষাণগঞ্জ জেলায় ভেঙে পড়েছে নদীর উপর নির্মীয়মাণ সেতুর একাংশ। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। যদিও সে রাজ্যে বারবার সেতু ভাঙার ঘটনায় দুর্নীতির অভিযোগ উঠছে। নির্মাণ সামগ্রীর গুণমান তথা চুক্তিবদ্ধ সংস্থার নির্মাণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলছেন আমজনতা। নীতীশ সরকারকে কটাক্ষ করছে বিরোধীরা।

গত ৪ জুন খাগাড়িয়া জেলায় গঙ্গার উপর ভেঙে পড়েছিল আরও একটি নির্মীয়মাণ সেতু। শনিবার মেচি নদীর উপর নির্মীয়মাণ সেতুর একটি স্তম্ভ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। কিষাণগঞ্জের সঙ্গে কাটিহারকে জুড়তে ওই সেতু তৈরি করা হচ্ছিল। কিন্তু মাঝপথে ভেঙে পড়ল সেতুর একাংশ। সেতু কীভাবে ভাঙল তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গড়েছে প্রশাসন। ইতিমধ্যে সেতু নির্মাণে গাফিলতির অভিযোগ উঠেছে। 

গত ৪ জুন ভাগলপুর জেলার নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটে। ভাগলপুরের সঙ্গে খাগাড়িয়ার মধ্যে সংযোগকারী সেতুটি নির্মাণ কাজের মাঝেই ভেঙে পড়লেও কেউ হতাহত হননি। বছর খানেক আগেও একবার এই সেতুর একাংশ ভেঙে পড়েছিল। বারবার একই ঘটনায় মুখ পুড়ছে বিহার সরকারের। এই অবস্থায় তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

weather:-সমুদ্র-উত্তাল,-মৎস্যজীবীদের-গভীর-সমুদ্র-থেকে-ফিরে-আসার-নির্দেশ Read Next

weather: সমুদ্র উত্তাল, মৎস্য...