You will be redirected to an external website

রামনবমীর দিন বীরভূম জেলায় ধরা পড়ল অন্য ছবি

রামনবমীর-দিন-বীরভূম-জেলায়-ধরা-পড়ল-অন্য-ছবি

রামনবমীর মিছিল দুবরাজপুরে

কলকাতায় বিজেপির  বিরুদ্ধে রাস্তায় বসে ধর্না করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী লোকসভা ভোটে বিজেপিকে টক্কর দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। বিভিন্ন বিষয়ে বারবার নিশানা করেছে পদ্মশিবিরকে। রামনবমী নিয়ে তৃণমূল  ও বিজেপি একে অপরকে বারবার নিশানাও করেছে। কিন্তু কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে বীরভূমে দেখা গেল অন্য ছবি।বীরভূমে দুবরাজপুরে রাম নবমীর মিছিলে একইসঙ্গে দেখা গেল তৃণমূল ও বিজেপিকে। অনুব্রতহীন বীরভূমে দেখা গেল দুই শিবিরকে একসঙ্গে রাম নবমী পালন করতে। দুবরাজপুরে একই মিছিলে হাঁটতে দেখা গেল শাসক ও বিরোধী দলের নেতা, কর্মীদের। এদিন মিছিলে যোগ দেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। ওই মিছিলেই ছিলেন তৃণমূল পরিচালিত দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে।অন্যদিকে এই প্রসঙ্গে দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, "এটা বিজেপি কোনও কর্মসূচি নয়। হিন্দু ধর্মের অবতার রামচন্দ্রের জন্মদিন। বহুদিন ধরেই দুবরাজপুর শহরে এই মিছিল পালিত হয়। হিন্দু হিসেবে আমরা এখানে অংশগ্রহণ করেছি। এই মিছিলের কোনও রং নেই। বিজেপির স্থানীয় বিধায়কও এখানে আসতেই পারতেন। বিভিন্ন সাধু-সন্তরাও এখানে রয়েছে। হিন্দু ধর্মের যে কেউ এখানে আসতে পারে, হাঁটতে পারে। এই মিছিলের মধ্যে রাজনীতি খুঁজতে যাওয়া ভুল হবে। এমন কোনও ব্যাপার এখানে নেই।"

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:আগামী-কয়েক-ঘণ্টার-মধ্যেই-ঝড়বৃষ্টি,-ভিজবে-তিন-জেলা,-বইবে-দমকা-হাওয়া Read Next

Weather:আগামী কয়েক ঘণ্টার মধ্...