প্রচুর গরমে পুড়বে চামড়া বইবে লু
শীতের পরে এবার গরম খেলা দেখাতে আসরে হাজির ৷ এপ্রিল থেকে জুন, ২০২৪ ভয়ঙ্কর গরম পড়তে চলেছে এবার ৷ প্রচুর গরমে পুড়বে চামড়া বইবে লু ৷এরই মাঝে লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ মৌসম ভবনের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন ভীষণ গরম এবার খেলা দেখাবে ৷ আবহাওয়া দফতর সূত্রে জানতে পারা গিয়েছে এপ্রিল থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত ২০ দিনের ভয়ঙ্কর গরমে বইতে পারে লাগাতার লু ৷
এপ্রিল থেকে গুজরাত, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তর ছত্তীসগঢ়, অন্ধ্রপ্রেদেশে লু বইতে পারে ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে এপ্রিল-জুন এই সময়ে হিমালয় এলাকা, পূর্বোত্তর রাজ্য, ওড়িশার বিভিন্ন এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকবে ৷এই সম্ভাবনা মধ্য ও দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় থাকতে পারে ৷ মূলত লোকসভা নির্বাচনের সময়ে ব্যাপক গরম পড়তে পারে ৷