সমান্তরাল ভাবে কলকাতাতেও চলবে আন্দোলন। সংগৃহীত ছবি
কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ’র দাবিতে সোমবার থেকে দিল্লিতে অবস্থানে বসছেন আন্দোলনকারীরা। যন্তর-মন্তরে দু’দিনের অবস্থানে বসছেন তাঁরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, একইভাবে কলকাতাতেও আন্দোলন চলবে। অবস্থান বিক্ষোভে যোগ দিতে অফিসে ছুটি নিয়ে রবিবার সকালে দিল্লি পৌঁছেছেন প্রায় আড়াইশো জন রাজ্য সরকারি কর্মচারী। আরও প্রায় তিনশো জন এদিন পৌঁছোবেন বলে যৌথ মঞ্চের দাবি। আন্দোলনকারীরা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এদিকে দিল্লিতে অবস্থান চলাকালীনই মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা।
এ বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর বক্তব্য, তাঁদের দাবি নিয়ে কোনও মন্তব্য করছি না। তবে আদালতের তরফে আলোচনায় বসতে বলা হয়েছিল। তা না করে দিল্লিতে গিয়ে অবস্থানে বসেছেন। এর পিছনে কাদের মদত রয়েছে তা মানুষ দেখতে পাচ্ছেন। সরকারি কর্মীদের একাংশও মনে করেন, ডিএ নিয়ে আদালতে যে মামলা চলছে, বিজেপি, সিপিএমের ফাঁদে পড়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তাকে বিভ্রান্ত করতেই এই ধর্না। এতে কতটা সুরাহা হবে, তা নিয়েও সন্দিহান অনেকে।
সরকারি কর্মীদের একাংশও এই ধর্না আন্দোলনকে ভালো চোখে দেখছেন না। তাঁদের অনেকেই মনে করেন, ডিএ নিয়ে আদালতে যে মামলা চলছে, বিজেপি, সিপিএমের ফাঁদে পড়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তাকে বিভ্রান্ত করতেই এই ধর্না। এতে কতটা সুরাহা হবে, তা নিয়েও সন্দিহান অনেকে। কেননা সরকারি কর্মীদের ৩৪ শতাংশ ডিএ বকেয়া রেখেই ষষ্ঠ বেতন কমিশন চালু করা হয়েছে। দীর্ঘদিন ধরে আদালতে মামলা রয়েছে। স্যাট ও কলকাতা হাইকোর্ট সরকারকে বকেয়া ডিএ মিটিয়ে একটা স্ট্যান্ডিং অর্ডার বা নীতি নির্ধারণ করতে বলেছিল। তাই নিয়েই সুপ্রিম কোর্টে কাল শুনানি।