কলকাতার ক্ষেত্রে তুমুল গরম চলবেই এমনই
আলিপুরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামিকাল অর্থাৎ ৪ জুন ২০২৩ উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বলেই জানতে পারা গিয়েছে ৷ তবে কলকাতার ক্ষেত্রে তুমুল গরম চলবেই এমনই জানতে পারা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে ৷বুধবার পর্যন্ত এমনই গরমের ইনিংস বজায় থাকবে বলেই জানতে পারা গিয়েছে ৷আগামী ৪ দিনে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা ক্ষীণ ৷ বাকি সমস্ত জেলাগুলিতে ৮ জুন ২০২৩ পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াবে ৷
এর সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে ৷ দগদগে গরম ও প্যাচপ্যাচে ঘামে তুমুল চাপের পরিবেশ সৃষ্টি হবে ৷চিকিৎসকেরা তাই পরামর্শ দিয়েছে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই খুব জরুরি দরকার না থাকলে বাইরে না বেরনোই উচিৎ ৷এবার কেরলে বর্ষা ঢুকছে রবিবার, অন্তত সতর্কতা এমনই, তারপরেই বাংলার স্বস্তি ফিরবে ৷ তবে এখন এই চরম গরমই ভবিতব্য ৷তবে দক্ষিণের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও বাড়ছে তাপমাত্রা ৷ দার্জিলিং, কালিম্পঙে ভাল গরম থাকবে ৷আগামী সোম থেকে বুধবার উত্তরের সমস্ত জেলায় তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি সেলসিয়াস ।সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে থাকছে ঝড়বৃষ্টির সতর্কতা ।