You will be redirected to an external website

রান্নার গ্যাসে মধ্যবিত্তের সুরাহা, গ্যাসের দাম আরও কমছে..বাড়ছে না সিলিন্ডার সংখ্যা

রান্নার-গ্যাসে-মধ্যবিত্তের-সুরাহা,-গ্যাসের-দাম-আরও-কমছে..বাড়ছে-না-সিলিন্ডার-সংখ্যা

ভোটের মুখে দাম অনেকটাই কমাল কেন্দ্র

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ২০০ টাকা কমাচ্ছে মোদী সরকার। মঙ্গলবার বিষয়টিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা কমছে। বছর শেষে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। 

নির্মলা এক্স (সাবেক টুইটার) করে জানিয়েছেন, রাখি এবং ওনাম উপলক্ষে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই উৎসবে মা-বোনেদের ‘স্নেহ উপহার’ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। অন্য দিকে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, নতুন করে আরও ৭৩ লক্ষ মহিলাকে উজ্জ্বলা যোজনার আওতায় আনা হবে।

এই মুহূর্তে দিল্লিতে এখন ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১,১০৩ টাকা। মুম্বইতে ১,১০২.৫০ টাকা। চেন্নাইয়ে ১,১১৮.৫০ টাকা, কলকাতায় ১,১২৯ টাকা। সাধারণ গ্রাহকেরা এর থেকে ২০০ টাকা কম দামে একটি সিলিন্ডার কিনতে পারবেন। পিটিআই জানিয়েছে, দিল্লিতে এখন একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ৯০৩ টাকা। উজ্জ্বলা প্রকল্পের আওতায় যাঁরা রান্নার গ্যাস কিনবেন, তাঁরা রাজধানীতে প্রতি সিলিন্ডারের দাম দেবেন ৭০৩ টাকা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

'বুকের-প্রতিটি-রক্তবিন্দু-সঁপে-দেব,মমতাকে-প্রতিশ্রুতি-অখিল-ভারত-হিন্দু-মহাসভার Read Next

'বুকের প্রতিটি রক্তবিন্...