You will be redirected to an external website

দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াল, তাপপ্রবাহের সতর্কতা হাওয়া অফিসের!

দিল্লির-তাপমাত্রা-৪৫-ডিগ্রি-ছাড়াল,-তাপপ্রবাহের-সতর্কতা-হাওয়া-অফিসের!

গরমে নাভিশ্বাস ওঠার অবস্থা দিল্লিবাসীর

গরমে নাভিশ্বাস ওঠার অবস্থা দিল্লিবাসীর। রবিবার সেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে রাজধানীতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। এমনকি তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

সোমবার এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সারা দিনে মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরমে দিল্লিবাসী কাহিল হবে বলে জানিয়েছে তারা। তবে দুপুরের দিকে ২৫ থেকে ৩০ কিমি বেগে হাওয়া দিতে পারে রাজধানীতে। দু’দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি করার পাশাপাশি স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিল্লিতে। সে ক্ষেত্রে গরম কমার সম্ভাবনা রয়েছে।

দিল্লির আঞ্চলিক আবহাওয়া দফতরের এক কর্তা জানিয়েছেন, সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁলে এবং একই তাপমাত্রা টানা দু’দিন ধরে থাকলে, সেই নির্দিষ্ট এলাকায় তাপপ্রবাহ চলছে বলে জনসাধারণকে সতর্ক করা হয়। দিল্লিতেও একই পরিস্থিতি লক্ষ করে তাপপ্রবাহের কথা জানানো হয়েছিল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

খাবার থেকে এসি ও লাইট বন্...