You will be redirected to an external website

Kangana Ranuat : রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন অভিনেত্রী কঙ্গনা

Kangana-Ranuat-:-রামমন্দির-উদ্বোধনে-আমন্ত্রণ-পেলেন-অভিনেত্রী-কঙ্গনা

অযোধ্যায় আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন

অযোধ্যায় আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন। গোটা অযোধ্যা জুড়ে সাজ সাজ রব। ইতিমধ্যেই অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করে দিয়েছে রামজন্মভূমি ট্রাস্ট। রামমন্দির উদ্বোধনের দিন আমন্ত্রণ জানানো হয়েছে একঝাঁক বলিউড তারকাকে। অমিতাভ বচ্চন, অনুপম খের, আলিয়া ভট্ট, রণবীর কপূর, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত-সহ দক্ষিণী তারকা যশ-প্রভাসও। এ বার সেই তালিকায় যোগ হল আরও এক বলিউড তারকার নাম।

উদ্বোধনীয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়ে কঙ্গনা নিজের সমাজমাধ্যমে তাঁর অনুরাগীদের সঙ্গে সেই আমন্ত্রণপত্রের ভিডিয়ো ভাগ করে নিলেন। আমন্ত্রণপত্রটি রয়েছে একটি গেরুয়া রঙের ব্যাগের ভিতর। ব্যাগের উপরে লেখা ‘রামমন্দির অযোধ্যা’। ব্যাগটি খুললে ভিতরে একটি কাঠের বাক্স। মাঝে রয়েছে রামের প্রতীক, হাতে ধরা তির-ধনুক। সঙ্গে সূর্য প্রতীক।

আমন্ত্রণপত্রের বাক্সটি খুলতে হচ্ছে ছোট্ট একটি ছিটকিনি ঘুরিয়ে। যার মধ্যে আবার আঁকা হনুমানের গদা। জমকালো আমন্ত্রণপত্রের প্রথম পাতায় সিংহাসনে বসা রাম-সীতার ছবি। পাশে লক্ষণ এবং পদতলে হনুমান। সেই ছবির পরের পাতায় বাঁ দিকের অংশে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার আমন্ত্রণ। ডান দিকের পাতায় রয়েছে অযোধ্যার মাটির সংক্ষিপ্ত তাৎপর্য ও রামচরিত মানসের আংশিক উল্লেখ। ওই পাতা উল্টোলেই দেখা যাবে একটি কাঠের বোর্ডে রামের বাণী এবং নীচের দিকে দু’টি অংশ। একটি অংশে রয়েছে কাচের ছোট্ট একটি শিশি। কাঠের ঢাকনা দেওয়া সেই শিশির ভিতরে রয়েছে অযোধ্যার মাটি। যার মুখ লাল সুতো দিয়ে বাঁধা। অন্য খোপে রয়েছে একটি তামার মুদ্রা। লেখা আছে, সেটির ওজন ১০ গ্রাম। মুদ্রার এক পিঠে রয়েছে খোদাই করা রামের মুখাবয়ব। অন্য পিঠে খোদাই করা রামমন্দিরের কাঠামো।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

‘রাজ্য-সঙ্গীত’-বাংলার-মাটি-বাংলার-জল-গেয়ে-ব্রিগেডের-সমাবেশ-শুরু-করল-ডিওয়াইএফআই Read Next

‘রাজ্য সঙ্গীত’ বাংলার ম...