বুধবার সকালে বিধায়কের বাড়িতে ইডি আধিকারিকরা ! সংগৃহীত ছবি
বিধানসভায় যে কোনও সদস্য তাঁর কথা বলতেই পারেন। কিন্তু তার জন্য তাঁকে আয়কর দফতরের হুমকি দেওয়া হবে? এর থেকে বোঝা যাচ্ছে ইডি, সিবিআই, আয়কর দফতর কারা চালায়।’’ বছর পার করতেই সত্যিই আয়কর হানা দিল বিধায়ক কৃষ্ণের বাড়িতে। সঙ্গে দোসর হল ইডিও।
কেন্দ্রীয় বাহিনী সহ ইডি র আধিকারিকেরা বুধবার সকাল সকালই বিধায়ক কৃষ্ণ কল্যানীর বাড়িতে ঢুকে পড়ে। গোটা বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, বাড়ির ভিতরেই রয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তাঁকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। অনুমান, তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। ঠিক কী কারণে এই তল্লাশি তা এখনও জানা যায়নি। একসঙ্গে তাঁর তিনটি ঠিকানায় চলছে তল্লাশি অভিযান। খাতায়কলমে তিনি বিজেপি বিধায়ক। তবে এখন তৃণমূলে রয়েছেন। সেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে বিধায়কের বাড়িতে যান ইডি আধিকারিকরা। একটি দল অফিসেও হানা দেয়
বিশাল বাংলো স্টাইল বাড়ি, বিশাল বহুতল অফিস। আচমকাই গড়ে ওঠে সব। ২০১৬-২০১৭ সালের পর। এখন সেই উত্থানের পিছনে কোনও রকম অসঙ্গতি রয়েছে কিনা, সেটাই এবার আয়কর ও ইডি আধিকারিকদের আতস কাঁচের তলায়। অর্থাৎ আয়ের সঙ্গে কোনওরকম সঙ্গতিহীন সম্পত্তি আছে নাকি, সেটাই এবার খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় আধিকারিকরা
তৃণমূল কংগ্রেসের ১৮ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর প্রদীপ কল্যাণী জানিয়েছেন, এদিন সকালে আচমকাই বিধায়কের বাড়িতে ইডি আধিকারিকরা ঢুকে পড়ে। বাড়ি থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করছে কেন্দ্রীয় সংস্থা বলে অভিযোগ কৃষ্ণ কল্যাণীর ভাইয়ের।