You will be redirected to an external website

Express Accident: রেল দুর্ঘটনায় আহতদের অভাবনীয় পরিষেবা, পুরস্কার পেল উত্তরবঙ্গ মেডিক্যাল

Express-Accident:-রেল-দুর্ঘটনায়-আহতদের-অভাবনীয়-পরিষেবা,-পুরস্কার-পেল-উত্তরবঙ্গ-মেডিক্যাল

রেল দুর্ঘটনায় আহতদের অভাবনীয় পরিষেবা

রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর আহতদের নিয়ে যাওয়া হয়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে চিকিৎসা চলেছিল আহতদের। সংকটের মুহূর্তের পরিষেবা দেওয়ার জন্য ঝাপিয়ে পড়েছিলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। প্রায় ৭০ ইউনিট রক্ত দিয়েছিলেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।

চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জুনিয়র ডাক্তাররাও যেভাবে এগিয়ে এসেছিলেন, সেটাও নজর এড়ায়নি স্বাস্থ্যভবনের। আপদকালীন পরিস্থিতিতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদেরও ভূমিকার প্রশংসা করেছে স্বাস্থ্যভবন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের গোটা মেডিক্যাল টিমকেই এর জন্য সাধুবাদ জানিয়ে চিঠি লিখেছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো গড়ার ক্ষেত্রে নজির গড়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ।

উল্লেখ্য, দুর্ঘটনার দিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ চত্বরে চারদিকে কান্নার রোল পড়ে গিয়েছিল। একের পর এক আহতকে নিয়ে আসা হচ্ছিল হাসপাতালে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৯০ জনের একটি টিম গঠন করে চিকিৎসা চালানো হয়েছিল দুর্ঘটনায় আহতদের। ৭০ ইউনিট রক্ত দিয়ে জুনিয়র ডাক্তাররা সেদিন মানবিকতার নজির গড়েছিলেন জুনিয়র ডাক্তাররা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

দু'দিনের-সফরে-ভারতে-এসেছেন-শেখ-হাসিনা,প্রতিরক্ষা-সহ-একাধিক-ইস্যুতে-আলোচনা-মোদীর-সঙ্গে Read Next

দু'দিনের সফরে ভারতে এসেছ...