You will be redirected to an external website

Delhi Weather: ভাসছে দিল্লি, আগামী দু’দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই

Delhi-Weather:-ভাসছে-দিল্লি,-আগামী-দু’দিন-আবহাওয়া-পরিবর্তনের-সম্ভাবনা-নেই

দিল্লিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় মৌসম ভবন

দিল্লিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় মৌসম ভবন। আগামী দু’দিন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। গত চার-পাঁচ দিন টানা বৃষ্টির জেরে জল থৈ থৈ করছে দিল্লির একাধিক রাস্তা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 

ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে দিল্লি পুরসভা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। জমা জল পরিষ্কার করাই এখন মুখ্য কাজ তাদের কাছে। একই সঙ্গে নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয়, সে দিকেও নজর রাখছে পুরসভা। সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুর প্রশাসন।

কয়েক মাস ধরে চলা গরম আর তাপপ্রবাহের পর বৃহস্পতিবার রাত থেকেই রাজধানী এবং সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। দিল্লিতে শুক্রবার যা বৃষ্টি হয়েছে, তা ৮৮ বছরের নজির ভেঙে দিয়েছে। জুন মাসের স্বাভাবিক বৃষ্টির চেয়ে তিন থেকে চার গুণ বেশি বৃষ্টি হয়েছে এক দিনেই। ফলে রাজধানীর রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। যান চলাচলও ব্যাহত হয়েছে বার বার।

শুধু দিল্লি নয়, উত্তর ভারতের অন্যান্য রাজ্যেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গুজরাত, রাজস্থান-সহ একাধিক রাজ্যে রবিবার ভারী বৃষ্টিপাত হয়েছে। সোমবারও একই ভাবে বৃষ্টিপাত চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিন পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টিপাত এবং পশ্চিমে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Ananda-Bose:-দিল্লি-থেকে-ফিরে-সোজা-উত্তরবঙ্গে-রাজ্যপাল!-যাবেন-চোপড়া-ও-কোচবিহারে Read Next

Ananda Bose: দিল্লি থেকে ফিরে সো...