You will be redirected to an external website

আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক

আগামী-৩১-অগস্ট-ও-১-সেপ্টেম্বর-মুম্বইয়ে-ইন্ডিয়া-জোটের-বৈঠক

৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক

আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক। সূত্রের খবর, আলোচ্যসূচিতে ‘ইভিএমের বিষয় ও নির্বাচন কমিশনের কাছে সংস্কারের সুপারিশ’ বিষয়টি রয়েছে। এর আগে আম আদমি পার্টি-সহ একাধিক বিরোধী দল ইভিএমে কারচুপি করে বিজেপি জিতছে বলে অভিযোগ তুললেও নির্বাচন কমিশন তা অস্বীকার করে। বিজেপির বক্তব্য, কংগ্রেস বা অন্য দল ভোটে জিতলে এই অভিযোগ তোলে না। হেরে গেলেই কারচুপির কথা ওঠে।

মুম্বইয়ের বৈঠকে ইন্ডিয়া জোটের প্রচার, বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত কমিটি চূড়ান্ত হবে। বিরোধী দলগুলির মধ্যে সমন্বয়ের জন্য কংগ্রেসের কেসি বেণুগোপাল, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, সিপিএমের সীতারাম ইয়েচুরি, জেডিইউ-এর রাজীব রঞ্জন সিংহ-সহ ১১টি দলের সদস্য নিয়ে কমিটি তৈরি হবে। 

মোদী জমানায় ইভিএম-এ কারচুপি নিয়ে এর আগে বিরোধী শিবির সংশয় প্রকাশ করেছে। ইন্ডিয়া জোটের তরফ থেকে ইভিএমের বদলে কাগজের ব্যালট ফেরানোর দাবি তোলা হবে কি না, তা নিয়ে মুম্বইয়ে তাঁদের পরবর্তী বৈঠকে আলোচনা হবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Recruitment-Scam:-এবার-কোচবিহার,-৩০-প্রাথমিক-শিক্ষককে-একসঙ্গে-তলব-CBI-এর Read Next

Recruitment Scam: এবার কোচবিহার, ৩০ �...

Related News