৬জি প্রযুক্তি চালু করতে ভারত ও আমেরিকার মধ্যে সাক্ষর
ভারতে চালু হয়েছে ৫জি প্রযুক্তি। দেশের বিভিন্ন প্রান্তে মিলছে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা। এবার আরও এক ধাপ এগোনোর প্রস্তুতি নিল কেন্দ্রীয় সরকার। ৬জি প্রযুক্তি চালু করতে ভারত ও আমেরিকার মধ্যে সাক্ষর হল চুক্তি। শুক্রবার নেক্সট জি অ্যালায়েন্স ও ভারত ৬জি অ্যালায়েন্সের মধ্যে সাক্ষর হল মউ। দুই সংস্থার তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ৬জি ওয়্যারলেস প্রযুক্তি চালু ও নির্ভরযোগ্য সাপ্লাই চেইন তৈরির লক্ষ্যে কাজ করা হবে।
জি অ্যালায়েন্সের সিইও সুজান মিলার বলেন, “এটিআইএস ইতিমধ্যেই কোরিয়ার ৫জি ফোরাম, জাপানের বিয়ন্ড ৫জি প্রোমেশন কনসর্টিয়াম ও ইউরোপের ৬জি স্মার্ট নেটওয়ার্ক অ্যান্ড সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি সাক্ষর হয়েছে। বৈশ্বিক মোবাইল ওয়্যারলেস ইকোসিস্টেম গড়ে তুলতে ভারত ৬জি অ্য়ালায়েন্সের সঙ্গে চুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।”
দুই সংস্থার তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও আমেরিকা-উভয় দেশই নির্ভরযোগ্য ও সুরক্ষিত টেলিকমিউনিকেশন ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে কাজ করছে। দুই দেশই চায়, দ্রুত ৬জি নেটওয়ার্ক পরিষেবা চালু করতে। সেই লক্ষ্যেই আমরা মিলিতভাবে কাজ করব।