You will be redirected to an external website

Asian Games 2023: এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের, বিশ্বরেকর্ড করে চ্যাম্পিয়ন ভারতের তিন

Asian-Games-2023:-এশিয়ান-গেমসে-প্রথম-সোনা-ভারতের,-বিশ্বরেকর্ড-করে-চ্যাম্পিয়ন-ভারতের-তিন

এশিয়ান গেমসে প্রথম সোনা এল ভারতের ঘরে

এ বারের এশিয়ান গেমসে প্রথম সোনা এল ভারতের ঘরে। শ্যুটিংয়ে দেশকে সোনা এনে দিলেন দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমর, রুদ্রাংশ পাটিল। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ভারত এই পদক পেল। মোট ১৮৯৩.৭ পয়েন্ট স্কোর করেন দিব্যাংশ, ঐশ্বর্য এবং রুদ্রাংশের ভারতীয় দল। এটি বিশ্বরেকর্ড। আগের রেকর্ড ছিল চিনের। তারা ১৮৯৩.৩ পয়েন্ট স্কোর করেছিল। ১৮৯০.১ পয়েন্ট স্কোর করে কোরিয়া রুপো পেয়েছে। ব্রোঞ্জ পেয়েছে চিন। তাদের পয়েন্ট ১৮৮৮.২।

সোমবার রোয়িংয়ে দু’টি ব্রোঞ্জ পদকও পেয়েছে ভারত। ‘মেন্স ফোর’ বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন। তাঁরা ৬:১০:৮১ সময় করেছেন। এই বিভাগে সোনা পেয়েছে উজবেকিস্তান। তাদের সময় ৬:০৪:৯৬। রুপো পেয়েছে চিন। তাদের সময় ৬:১০:০৪। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-স্পেন-সফরের-সময়-আবার-পায়ে-চোট,-এসএসকেএমে-দেখালেন-মুখ্যমন্ত্রী Read Next

Mamata Banerjee: স্পেন সফরের সময় আব...