You will be redirected to an external website

Asian Games 2023: সোমবার জোড়া ব্রোঞ্জ দিয়ে এশিয়ান গেমসে শুরু ভারতের

Asian-Games-2023:-সোমবার-জোড়া-ব্রোঞ্জ-দিয়ে-এশিয়ান-গেমসে-শুরু-ভারতের

সোমবার এশিয়ান গেমসে ভাল ফল করতে চাইছে ভারত

রবিবারের মতোই সোমবার এশিয়ান গেমসে ভাল ফল করতে চাইছে ভারত। শুরুটা হয়েছে জোড়া ব্রোঞ্জ দিয়ে। ৩০০০ মিটার স্পিট স্কেটিংয়ে পুরুষ ও মহিলাদের দল ব্রোঞ্জ পদক জিতেছে। 

দিনের প্রথম সোনা জেতে পুরুষদের দল। স্পিড স্কেটিংয়ের ফাইনালে তৃতীয় স্থানে শেষ করেন আরিয়ানপাল সিংহ ঘুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইনগালে। ৩০০০ মিটার শেষ করতে তাঁরা সময় নেন ৪ মিনিট ১০.১২৮ সেকেন্ড। এই প্রতিযোগিতায় সোনা জিতেছে চাইনিজ তাইপেই। তারা সময় নিয়েছে ৪ মিনিট ০৫.৬৯২ সেকেন্ড। ৪ মিনিট ০৫.৭০২ সেকেন্ডে শেষ করে রুপো জিতেছে দক্ষিণ কোরিয়া।

পুরুষদের মতো মহিলাদের দলও খালি হাতে ফেরেনি। ব্রোঞ্জ জেতেন সঞ্জনা বাথুলা, কার্থিকা জগদীশ্বরণ, হিরাল সাধু ও আরাথি কস্তুরি রাজ। ৩০০০ মিটার শেষ করতে তাঁরা সময় নেন ৪ মিনিট ৩৪.৮৬১ সেকেন্ড। এই প্রতিযোগিতায় সোনা জিতেছে চাইনিজ তাইপেই। তারা সময় নিয়েছে ৪ মিনিট ১৯.৪৪৭ সেকেন্ড। ৪ মিনিট ২১.১৪৬ সেকেন্ডে শেষ করে রুপো জিতেছে দক্ষিণ কোরিয়া।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ঝাঁটা-হাতে-ময়লা-সাফ-করে-স্বচ্ছতার-অভিযানে-শামিল-হলেন-প্রধানমন্ত্রী-মোদীও Read Next

ঝাঁটা হাতে ময়লা সাফ করে স...