You will be redirected to an external website

Earthquake: আনাচে কানাচে ছড়িয়ে দেহ! ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল চিন

Earthquake:-আনাচে-কানাচে-ছড়িয়ে-দেহ!-ভয়ঙ্কর-ভূমিকম্পে-কেঁপে-উঠল-চিন

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পড়শি দেশ চিন

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পড়শি দেশ চিন। চিনের সরকারি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, উত্তর-পশ্চিম চিন গানসু-কিংহাই প্রদেশে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যদি মার্কিং ভূকম্পণ গবেষণা সংস্থার দাবি কম্পণের মাত্র ৫.৯।

ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১১০। প্রবল এই ভূমিকম্পে প্রচুর বাড়িঘর ধসে যায়। ভূমিকম্পে আহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আহতের সংখ্যা ২০০ জনেরও বেশি।

ভূমিকম্পটি রাজধানী বেইজিং থেকে প্রায় ১,৪৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গানসু প্রাদেশিক রাজধানী লানঝোতে অনুভূত হয়েছিল। ভূমিকম্পের পরেই বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। আতঙ্কে প্রচুর মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন। সরকারি বার্তা সংস্থা জিনহুয়া জানিয়েছে, সোমবার গভীর রাতে হওয়া ভূমিকম্পে গানসু প্রদেশে ১০০ জন এবং পার্শ্ববর্তী কিংহাই প্রদেশে ১১ জন মারা গেছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

ইডেন-গার্ডেন্সের-ভিতর-থেকে-সিএবি-কর্মীর-পুত্রের-ঝুলন্ত-দেহ-উদ্ধার! Read Next

ইডেন গার্ডেন্সের ভিতর থ�...

Related News