ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের প্রতিবেশী দেশ নেপালে
বিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের প্রতিবেশী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডু। ‘ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ জানিয়েছে, সকাল ৭ঃ২৪ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে কাঠমান্ডুর বিস্তীর্ণ এলাকা।
এ দিন সকালে ভূমিকম্পের রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৩ ম্যাগনিটিউড। নেপালের ধাদিং জেলা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানিয়েছে ‘ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার’। গন্ডকী এবং বাগমতিতে ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়েছে।
আজ রবিবার ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাও। কম্পন অনুভূত হয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারে। সাত সকালে পুজোর দিনে বাসিন্দাদের ঘুম ভেঙেছে চরম উৎকণ্ঠায়। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও রিপোর্ট মেলেনি।