You will be redirected to an external website

এশিয়ান গেমসে রেকর্ড ভারতের, পদক সংখ্যা ৭০ পেরোতেই নজির গড়ল দেশ

এশিয়ান-গেমসে-রেকর্ড-ভারতের,-পদক-সংখ্যা-৭০-পেরোতেই-নজির-গড়ল-দেশ

এশিয়ান গেমসে রেকর্ড গড়ল ভারত

এশিয়ান গেমসে রেকর্ড গড়ল ভারত। বুধবার সকালে তিরন্দাজিতে সোনা জয়ের সঙ্গে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ৭১-এ। এশিয়ান গেমসে এটি ভারতের সর্বাধিক পদক। এর আগে ২০১৮ সালে জাকার্তায় ৭০টি পদক জিতেছিল ভারত। সেই সংখ্যা পেরিয়ে গিয়েছে। এ বারের এশিয়ান গেমসে ১০০ পদকের লক্ষ্যে নেমেছে ভারত।

শুধু মোট পদক সংখ্যা নয়, সোনা জয়ের ক্ষেত্রেও নজির গড়েছে ভারত। জাকার্তায় ১৬টি সোনা জিতেছিল দেশ। এ বার ইতিমধ্যেই ১৬টি সোনা জেতা হয়ে গিয়েছে। অর্থাৎ, আর একটি সোনা জিতলেই এশিয়ান গেমসে এক বছরে সর্বাধিক সোনা জেতার রেকর্ডও করে ফেলবে ভারত। তিরন্দাজিতে একটি ইভেন্টের ফাইনাল খেলতে নামবেন ভারতেরই দুই প্রতিযোগী। 

এ বারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ১৬টি সোনা, ২৬টি রুপো ও ২৯টি ব্রোঞ্জ জিতেছে ভারত। ১৬টি সোনার মধ্যে শুধু শুটিং থেকেই এসেছে ৭টি। অ্যাথলেটিক্স থেকে এসেছে ৪টি। একটি করে সোনা এসেছে ক্রিকেট, স্কোয়াশ, ইকুয়েস্ট্রিয়ান, টেনিস ও তিরন্দাজি থেকে। ভারতের ২৬টি রুপোর মধ্যে সব থেকে বেশি এসেছে অ্যাথলেটিক্স থেকে। এই ইভেন্টে ১০টি রুপো পেয়েছে ভারত। ৯টি রুপো এসেছে শুটিং থেকে। রোয়িং থেকে এসেছে ২টি রুপো। বাকি ৫টি রুপো এসেছে ব্যাডমিন্টন, গল্‌ফ, সেলিং, টেনিস ও উশু থেকে। ২৯টি ব্রোঞ্জের মধ্যে ৯টি এসেছে অ্যাথলেটিক্স থেকে।

এ বারের এশিয়ান গেমসে ৭১টি পদকের মধ্যে ২৩টি পদক এসেছে অ্যাথলেটিক্সে। খুব বেশি পিছিয়ে নেই শুটিং। ২২টি পদক এনেছেন ভারতের শুটারেরা। অর্থাৎ, ৭১টি পদকের মধ্যে শুধু এই দু’টি খেলাতেই ৪৫টি পদক জিতেছে ভারত। অ্যাথলেটিক্সে ভারতের পদকের সংখ্যা বাড়তে পারে। এখনও বাকি কুস্তির বেশ কয়েকটি ইভেন্ট।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

ঘরছাড়া-হাজার-মানুষ,-টানা-বৃষ্টিতে-জেলায়-জেলায়-আতঙ্ক,-নজর-রাখছে-নবান্ন Read Next

ঘরছাড়া হাজার মানুষ, টান�...

Related News