You will be redirected to an external website

‘ইন্ডিয়া’র ভার্চুয়াল বৈঠক শনিবার! আলোচনা আসন সমঝোতা নিয়ে

‘ইন্ডিয়া’র-ভার্চুয়াল-বৈঠক-শনিবার!-আলোচনা-আসন-সমঝোতা-নিয়ে

‘ইন্ডিয়া’র ভার্চুয়াল বৈঠক শনিবার!

শনিবার বিবিধ বিষয় নিয়ে আলোচনায় বসছেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। তবে মুখোমুখি নয়, বৈঠক হবে ভার্চুয়ালি। বেলা ১১টার সময় বৈঠক শুরু হওয়ার কথা। সূত্রের খবর, বিভিন্ন দলের মধ্যে রাজ্যভিত্তিক আসন সমঝোতার বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে। সেই সঙ্গে, জোটের এক জন আহ্বায়ক ঠিক করারর প্রসঙ্গও উঠবে আলোচনায়।

গত ১৯ ডিসেম্বর দিল্লিতে ‘ইন্ডিয়া’র শেষ বৈঠক বসেছিল। সেখানে কিছুটা আকস্মিক ভাবেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রস্তাবে সায় দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। ওই বৈঠকেই তৃণমূল দাবি জানিয়েছিল, ৩১ ডিসেম্বরের মধ্যে আসন রফা চূড়ান্ত করতে হবে। তার পর দিনই আসন বোঝাপড়া সংক্রান্ত পাঁচ জনের একটি দলীয় কমিটি তৈরি করে ফেলেছিল কংগ্রেস। সেই পাঁচ জনের কমিটি ইতিমধ্যেই নানা রাজ্যে নানা দলের সঙ্গে একপ্রস্ত কথা বলেছে।

তবে সর্বভারতীয় কংগ্রেসের এক মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই লিখেছে, কংগ্রেস শনিবারের বৈঠক নিয়ে আশাবাদী। তবে নীতীশ কুমার বা অন্য কারও নাম ‘ইন্ডিয়া’র আহ্বায়ক হিসেবে বৈঠকে প্রস্তাব এলে কোন দল কী অবস্থান নেয় তা নিয়েও সংশয় রয়েছে রাজনৈতিক মহলের অনেকের।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather-:হাড়কাঁপানো-ঠান্ডায়-কাঁপছে-পুরুলিয়া-বাঁকুড়া-থেকে-কলকাতা Read Next

Weather :হাড়কাঁপানো ঠান্ডায় ...