You will be redirected to an external website

Asian Games: এশিয়ান গেমসের দ্বাদশ দিন সোনা দিয়ে শুরু করল ভারত

Asian-Games:-এশিয়ান-গেমসের-দ্বাদশ-দিন-সোনা-দিয়ে-শুরু-করল-ভারত

তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল ভারত

কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌর। এশিয়ান গেমসের দ্বিতীয় সোনা জিতলেন তীরন্দাজেরা।

তৃতীয় সেট আবার ৬০-৫৯ ব্যবধানে জিতে নেয় চাইনিজ তাইপেই। ফলে চতুর্থ তথা শেষ সেটের আগে দু’দলের পয়েন্ট হয় ১৭১। শেষ সেট জিততেই হবে এই পরিস্থিতিতে চাপ সামলে দেশকে এ বারের এশিয়ান গেমস থেকে ১৯তম পদক এনে দিলেন মহিলা কম্পাউন্ড তীরন্দাজেরা। শেষ সেট ভারতীয় দল জেতে ৫৯-৫৮ পয়েন্টে। 

তীরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপেও মহিলাদের দলগত কম্পাউন্ডে সোনা জিতেছিলেন জ্যোতি, অদিতি এবং পারনীত। বিশ্ব ক্রমপর্যায় তাঁরাই রয়েছেন শীর্ষ স্থানে। বৃহস্পতিবার ফাইনালের চাইনিজ তাইপের দল বিশ্বক্রমপর্যায়ের তিন নম্বরে রয়েছে। স্বাভাবিক ভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ছিলই।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-ভারী-বৃষ্টিতে-ভাসতে-পারে-উত্তরবঙ্গের-তিন-জেলা,-জারি-করা-হয়েছে-লাল-সতর্কতাও Read Next

Weather: ভারী বৃষ্টিতে ভাসতে ...