You will be redirected to an external website

Asian Games: মেয়েদের পর ক্রিকেটে সোনা ছেলেদেরও,২৭তম সোনা ভারতের

Asian-Games:-মেয়েদের-পর-ক্রিকেটে-সোনা-ছেলেদেরও,২৭তম-সোনা-ভারতের

এ বারের এশিয়া গেমসে ২৭তম সোনা পেল ভারত

তিতাস সাধুদের হাত ধরে মেয়েদের ক্রিকেটে সোনা জিতেছিল ভারত। এ বার ছেলেদের ক্রিকেটেও সোনা জিতল তারা। এ বারের এশিয়া গেমসে ২৭তম সোনা পেল ভারত। আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে।

ছেলেদের ভারতীয় দল সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিল। কিন্তু ফাইনালে পুরো খেলাই হল না। বৃষ্টির কারণে প্রথমে ২০ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৮.২ ওভারে ১১২ রান তোলে আফগানিস্তান।

আফগানিস্তানের হয়ে ৪৯ রান করেন শাহিদুল্লা। তিনি অপরাজিত থেকে যান। অপরাজিত থেকে যান গুলবাদিন নইবও। তিনি ২৭ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন আরশদীপ সিংহ, শিবম দুবে, শাহবাজ আহমেদ এবং রবি বিষ্ণোই।

সেই ম্যাচ আর খেলা সম্ভব হয়নি। তাই মেয়েদের পর ছেলেরাও সোনা জিতে নিলেন। বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ায় এশিয়ান গেমসে ভারত, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা নিজেদের পুরো শক্তির দল পাঠাতে পারেনি। ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। ছিলেন আইপিএলে ভাল খেলা ক্রিকেটারেরা। সেই দলই ভারতকে সোনা এনে দিল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

উদ্বিগ্ন-মুখ্যমন্ত্রী-মমতা-বন্দ্যোপাধ্যায়,কালিম্পঙের-উদ্দেশে-রওনা-দেবেন-মন্ত্রী-অরূপ Read Next

উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ম...