You will be redirected to an external website

Greece: ৪০ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর গ্রিস সফর

Greece:-৪০-বছরে-এই-প্রথম-কোনও-ভারতীয়-প্রধানমন্ত্রীর-গ্রিস-সফর

ভারতীয় প্রধানমন্ত্রীর গ্রিস সফর

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন শেষে গ্রিসের রাজধানী আথেন্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক দিনের এই সফরে গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। উল্লেখ্য যে, গত ৪০ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গ্রিস সফরে গেলেন। এর আগে ১৯৮৩ সালে গ্রিস সফরে গিয়েছিলেন দেশের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

শুক্রবার সকালে আথেন্স বিমানবন্দরে নামেন মোদী। গ্রিস সরকারের একাধিক কর্তাব্যক্তি তাঁকে স্বাগত জানান। বিদেশ মন্ত্রকের তরফে জানা গিয়েছে, মোদীর এই গ্রিস সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। তা ছাড়াও সামরিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও নিবিড় এবং মজবুত করার চেষ্টা করা হবে এই সফরে।

মোদীর সম্ভাব্য সফরসূচি সম্পর্কে যা জানা গিয়েছে, তাতে শুক্রবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে দেখা করার পাশাপাশি গ্রিক প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন তিনি। গ্রিক বণিকসভার সদস্যদের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর। তা ছাড়া প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

দিল্লি-সফরে-মণিপুরের-মুখ্যমন্ত্রী-বীরেন,শাহের-সঙ্গে-বৈঠকে? Read Next

দিল্লি সফরে মণিপুরের মু...