কোমরে-পায়ে চোট মমতার
জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের মধ্যে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। বৈকণ্ঠপুরের জঙ্গলের উপর দিয়ে যখন হেলিকপ্টারটি আসছিল, সেই সময় ঝড়ের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সঙ্গে সঙ্গে সেটিকে নামিয়ে আনা হয়। সেবক বায়ুঘাঁটিতে জরুরি অবতরণ করেছিল হেলিকপ্টার। সেই দুর্যোগের সময়ে মুখ্যমন্ত্রীর কোমরে ও পায়ে চোট লেগেছে বলে জানাচ্ছেন তৃণমূলের যুব নেতা কোহিনুর মজুমদার। সেই দুর্যোগের পর মুখ্যমন্ত্রীকে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতায় ফেরার পর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে মমতাকে
মুখ্যমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা নিরাপদে রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল। বিকেলে তাঁরা বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফেরেন। মুখ্যমন্ত্রীর কপ্টার জরুরি অবতরণ করার পর মমতার খবর নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে টুইট করে সে কথা জানানো হয়।
এদিকে মুখ্যমন্ত্রী আসার আগে কলকাতা বিমানবন্দর চত্বরে টার্মিনালের ভিতরে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। অনুমান করা হচ্ছে, সেই অ্যাম্বুলেন্সে করেই মুখ্যমন্ত্রীকে বিমানবন্দর থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হতে পারে। পুলিশ সূত্রে খবর, গ্রিন করিডর তৈরি করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে। এসএসকেএম হাসপাতাল চত্বরেও প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করে রাখা হচ্ছে।