You will be redirected to an external website

মহারাজ কৃষ্ণচন্দ্র নির্মিত প্রাচীন শিবমন্দিরে মহাশিবরাত্রিতে ভোররাত থেকেই অগণিত ভক্ত সমাগম

মহারাজ-কৃষ্ণচন্দ্র-নির্মিত-প্রাচীন-শিবমন্দিরে-মহাশিবরাত্রিতে-ভোররাত-থেকেই-অগণিত-ভক্ত-সমাগম

মহাশিবরাত্রিতে ভোররাত থেকেই অগণিত ভক্ত সমাগম

আজ মহা শিবরাত্রি। সারা দেশের ভক্তরা আজকের দিনে শিবের মাথায় জল ঢালেন, তার পুজো করেন। নদিয়ার মাজদিয়া কৃষ্ণগঞ্জ এলাকায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। যা পরিচিত শিবনিবাস মন্দির নামে। যেটি তৈরি করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র।

কথিত, বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি মাজদিয়ার শিবনিবাস অঞ্চলে আসেন একবার। তার পরই তিনি এই মন্দিরটি নির্মাণ করান। এছাড়াও আরও অনেক কাহিনি রয়েছে এই শিবনিবাস মন্দির ঘিরে। বর্তমানে এই মন্দিরের জনপ্রিয়তা ছড়িয়েছে গোটা বিশ্বে। বহু দূর দূরান্ত থেকে ভক্তের ঢল আসেন এই শিব নিবাস মন্দিরে পুজো দিতে। বিশেষত শিবরাত্রি উপলক্ষে শিবনিবাস মন্দির প্রাঙ্গণে বসে একটি মেলা।

করোনা অতিমারির কারণে বিগত দুই বছর সেই মেলা বসতে পারেনি। তবে এবারে বদলে গেছে ছবি। প্রশাসনের নির্দেশে মেলা বসেছে শিবরাত্রির বেশ কয়েকদিন আগেই। আজকের দিনে বহু দূর দূরান্ত থেকে কেউ পায়ে হেঁটে আবার কেউ বা গাড়িতে করে ভক্তরা আসেন শিবের মাথায় জল ঢালতে ও ভক্তি সহকারে পুজো দিতে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

নিয়োগ-দুর্নীতি-মামলায়-গ্রেফতার-মানিক-ঘনিষ্ঠ-তাপস-মণ্ডল Read Next

নিয়োগ দুর্নীতি মামলায় গ...