বহরমপুরে প্রচারে এসে কথা দিয়ে গেলেন ইরফান পাঠান
বৃহস্পতিবার বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচার করতে এলেন ভাই ইরফান পাঠান৷ আর জনসমুদ্রের রোড শো-ও করলেন তিনি৷ আর সেখান থেকে বেরিয়েই বহরমপুরের তৃণমূল প্রার্থীর হয়ে বেশ কয়েকটি কথা বললেন তিনি৷ বললেন, ‘আমি নিজে আসবো দাদা কেমন কাজ করছে তা দেখার জন্য। আমি এখানে এসে খুব ইমোশনাল হয়ে গিয়েছি।’ সিএএ এনআরসি নিয়ে প্রসঙ্গ এড়ালেন ইরফান পাঠান।
এ দিন বহরমপুর লোকসভার বেলডাঙা থেকে প্রায় ৬ কিলোমিটার রোড শো করেন ইরফান ও ইউসুফ। ফ্যানেদের আবদারও রাখতে দেখা গেল তাঁকে। হুডখোলা গাড়িতে করে দাদার হয়ে প্রচার করেন দুই ভাই৷ ফ্যানেদের আবদার রেখে ব্যাটে অটোগ্রাফও দিলেন তিনি। ইরফান পাঠানকে দেখে অনেকেই ব্যাট বাড়িয়ে দিচ্ছিলেন অটোগ্রাফের জন্য।
৬ কিলোমিটার রোড শো করতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে দুই পাঠান ভাইয়ের। রাস্তার দুই ধারে প্রচুর মানুষের ভিড় করেন দুই পাঠান ভাইকে দেখতে। আগামী ১৩ মে বহরমপুর কেন্দ্রের লোকসভা ভোট।