রাজনীতির ময়দানে দাদার জয়ে উচ্ছ্বসিত ইরফান পাঠান
ভারতীয় ক্রিকেটে বরাবরই সকলের পছন্দের তালিকায় থেকেছেন পাঠান ভাইয়েরা। পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান। দাদা ইউসুফ পাঠান স্পিন বোলিং অলরাউন্ডার। দীর্ঘ সময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন। বিশ্বকাপও জিতেছেন। দাদা-ভাইয়ের জুটি শুধু খেলার মাঠেই নয় বরং সামাজিক কাজেও নজর কেড়েছে। কোভিড পরিস্থিতিতে সমাজের জন্য নানা কাজে যুক্ত ছিলেন ভারতের এই দুই প্রাক্তন ক্রিকেটার।
রাজনীতিতে হাতেখড়ি হয়েছে ইউসুফ পাঠানের। লোকসভা নির্বাচনে বহরমপুরে তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করেছিল। উল্টোদিকে অধীর চৌধুরীর মতো পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব। পাঁচবারের সাংসদকে হারিয়ে সংসদে পা বাড়িয়েছেন ইউসুফ পাঠান। খেলার মাঠে একে অপরের সাফল্য যেমন উচ্ছ্বসিত হয়েছেন, তেমনই রাজনীতির ময়দানে দাদার জয়ে উচ্ছ্বসিত ইরফান পাঠান।
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি দিয়ে ইরফান পাঠান আবেগঘন পোস্ট করেছেন। অধীর চৌধুরীর মতো অভিজ্ঞ একজনকে হারানোয় আরও বেশি উচ্ছ্বসিত ইরফান পাঠান। তাঁর বিরুদ্ধে ইউসুফ যে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করেছেন, কুর্নিশ জানিয়েছেন ভাই ইরফান পাঠান। সব শেষে তাঁর উচ্ছ্বাসের বহিঃপ্রকাশে ইরফান লিখেছেন, ‘মেরা ভাই জিত গ্যয়া।’