আগামী সপ্তাহে ফের ঝড়বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস
আগামী সপ্তাহে ফের ঝড়বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা।
বর্ষা এলো নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু শুক্রবার দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে ঢুকে পড়েছে। আগামী তিন দিনে আন্দামান-নিকোবরের বেশিরভাগ অংশে এবং পুরোপুরি দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগর দক্ষিণ-পশ্চিম মৌসীমি বায়ুর দখলে চলে আসবে। নির্ধারিত সময়ের আগে আন্দামানে বর্ষা ঢুকে পড়লেও ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢুকতে এবার দেরি হবে বলেই অনুমান আবহাওয়া দফতরের। ১ জুনের পরিবর্তে ৪ জুন ঢুকতে পারে ভারতে বর্ষা।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। তার আগে সকাল থেকে বেলা যত বাড়বে, গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। আগামিকাল রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। কোথাও পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আগামী সপ্তাহের মাঝামাঝি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আরও একটা স্পেল আগামী সপ্তাহে আসবে বলে অনুমান আবহাওয়াবিদদের।কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। কখনও পুরোপুরি মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি দু’টোই বাড়বে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আজও থাকছে।