You will be redirected to an external website

Railways: বৃষ্টির জেরেই শিয়ালদহ ও দমদমের মধ্যে ব্যস্ততম রেল লাইনে নামল ধস

Railways:-বৃষ্টির-জেরেই-শিয়ালদহ-ও-দমদমের-মধ্যে-ব্যস্ততম-রেল-লাইনে-নামল-ধস

বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে৷ আর সম্ভবত সেই বৃষ্টির জেরেই শিয়ালদহ ও দমদমের মধ্যে ব্যস্ততম রেল লাইনে নামল ধস৷ তার ফলে ব্যহত হল লোকাল ট্রেন পরিষেবা৷রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ফোর পৌনে ছ’টা নাগাদ কাঁকুড়গাছি কেবিন ও বিধাননগর রোড স্টেশনের মাঝে আপ সাবার্বান লাইনে একটি ধস দেখতে পাওয়া যায়৷ তাতেই বিপত্তি বাড়ে৷ দ্রুত শুরু হয় মেরামতির কাজ৷কিন্তু বিপদ এড়াতে আপাতত সমস্ত আপ ট্রেন মেন লাইনের ট্র্যাক দিয়ে চালানো হচ্ছে৷ এখনও পর্যন্ত পাঁচটি ইএমইউ লোকাল ক্যানসেল করা হয়েছে, পাশাপাশি, অনেক ট্রেন বেশ কিছুটা দেরিতেও চলছে৷

রেলের সুত্রে বলা হয়েছে, আপাতত সারাইয়ের কাজ চলছে৷ দ্রুত কাজ করছেন রেলকর্মীরা৷ কিন্তু, অফিসের ব্যস্ততম সময়ে এই ঘটনা ঘটার ফলে যাত্রী সাধারণের যাতায়াতে কিছু সমস্যারও সন্মুখীন হতে হতে পারে বলে সতর্ক করেছে৷তবে এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না, কখন এই লাইনের পরিষেবা স্বাভাবিক হবে৷ কারণ, বৃষ্টি অল্পবিস্তর চলছেই৷ আর সেই বৃষ্টির মধ্যেই এই কাজ কতটা কার্যকর হবে, তাও প্রশ্ন রয়েছে৷ সব মিলিয়ে সপ্তাহের তৃতীয় দিনে ভোগান্তি বাড়তে চলেছে যাত্রীদের৷

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

Weather: জেলায়-জেলায় ঝেঁপে বৃ...