বেলা গড়াতেই বইবে লু
বাংলাদেশ-মায়ানমার উপকূলেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মোখা’ সে কথা রাজ্যের উপকূল এলাকার মানুষজনের চিন্তা কমিয়ে আগেই জানিয়ে ছিল মৌসম ভবন । তব এবার নয়া দুশ্চিন্তার খবর দক্ষিণবঙ্গবাসীর জন্য। বৃহস্পতিবার পর্যন্ত আট জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আট জেলার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর। বইতে পারে লু।
আবহাওয়া অফিস সূত্রে খবর,আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও তাপ ও প্রবাহের সর্তকতা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে বইবে লু। আগামিকাল পর্যন্ত এই অস্বস্তিকর গরম থাকবে। বৃহস্পতিবারও লু বইবার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত কোনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুরেও চলবে তাপ প্রবাহ।
এ দিকে, বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা মোখার। বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড় গতিপথ পরিবর্তন করবে। তবে গতিপথ পরিবর্তন করার পর উত্তর বঙ্গোপসাগরের দিকে যায় কি না সেদিকেই নজর আবহাওয়াবিদদের। যদিও, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড়এর অভিমুখ হবে বাংলাদেশ ও মায়নামারের দিকে।