জনতা থেকে পদ্মফুলে ড. অজয় অলোক! সংগৃহীত ছবি
জনতা দলের প্রাক্তন জাতীয় মুখপাত্র ড. অজয় অলোক শুক্রবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। অজয় অলোক বিজেপি সদর দফতরে দলে যোগ দেন।
কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অশ্বিনী বৈষ্ণব ডঃ অজয় অলোককে দলের সদস্যপদ দিয়েছেন। এই উপলক্ষ্যে অশ্বিনী বৈষ্ণব ডক্টর অলোককে স্বাগত জানিয়ে বলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক ইনিংস রয়েছে। সমাজের যাত্রা, চিন্তা ও বিকাশে তার অবদান অনেক। এই ধরনের রাজনৈতিক মানুষ বিজেপির আদর্শ নিয়ে কাজ করেন তাদের সর্বদা স্বাগত জানাই।
এই উপলক্ষে ডঃ অজয় অলোক বলেন, আজ একটি বিশেষ দিন কারণ তিনি বিজেপি পরিবারের সাথে যোগ দিয়েছেন। বিজেপির আদর্শে যোগ দিয়ে এবং নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা করে আমরা দরিদ্র ও নিঃস্বদের জন্য কাজ করে যাব।