You will be redirected to an external website

বিজেপিতে যোগ দিলেন জেডিইউ নেতা অজয় ​​অলোক !

বিজেপিতে-যোগ-দিলেন-জেডিইউ-নেতা-অজয়-​​অলোক-!

জনতা থেকে পদ্মফুলে ড. অজয় ​​অলোক! সংগৃহীত ছবি

জনতা দলের  প্রাক্তন জাতীয় মুখপাত্র ড. অজয় ​​অলোক শুক্রবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। অজয় অলোক বিজেপি সদর দফতরে দলে যোগ দেন।

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অশ্বিনী বৈষ্ণব ডঃ অজয় ​​অলোককে দলের সদস্যপদ দিয়েছেন। এই উপলক্ষ্যে অশ্বিনী বৈষ্ণব ডক্টর অলোককে স্বাগত জানিয়ে বলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক ইনিংস রয়েছে। সমাজের যাত্রা, চিন্তা ও বিকাশে তার অবদান অনেক। এই ধরনের রাজনৈতিক মানুষ বিজেপির আদর্শ নিয়ে কাজ করেন তাদের সর্বদা স্বাগত জানাই।

এই উপলক্ষে ডঃ অজয় ​​অলোক বলেন, আজ একটি বিশেষ দিন কারণ তিনি বিজেপি পরিবারের সাথে যোগ দিয়েছেন। বিজেপির আদর্শে যোগ দিয়ে এবং নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা করে আমরা দরিদ্র ও নিঃস্বদের জন্য কাজ করে যাব।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

শনিবারও-একাধিক-রাজ্যের-জেলায়-বৃষ্টির-পূর্বাভাস--,-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলায়--শিলাবৃষ্টি-! Read Next

শনিবারও একাধিক রাজ্যের ...