চাঁদা তুলে লটারি কেটে ১০ কোটি টাকার 'জ্যাকপট'
ভাগ্যে বিশ্বাস করে অনেকেই রাতারাতি লাখপতি, এমনকী কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন। কেটে ফেলেন লটারির টিকিট। কেরলের এগারো জন মহিলা সেভাবেই জিতে নিলেন কোটি কোটি টাকা! ১ কোটি , ২ কোটি নয়, সমবেত হয়ে লটারি কেটে জিতলেন কড়কড়ে দশ কোটি টাকা!
এর আগেও লটারিতে মিলিত ভাবে টাকা জিতেছেন তাঁরা। লটারি জেতা ওই এগারো জন মহিলা পেশায় পুরকর্মী। মালাপ্পুরাম জেলার প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ বিভাগে তাঁরা কাজ করেন। কিন্তু সেখান থেকে তাঁদের রোজগার হয় সামান্যই। কঠোর পরিশ্রম করেও নিজেদের দরকার মেটাতে, অভাব দূর করতে কালঘাম ছোটে তাঁদের।
এইভাবেই একদিন সবাই মিলে টাকা তুলে টিকিট কাটলেন। লটারিতে জিতলেনও। সেবারে মিলেছিল সাড়ে সাত হাজার টাকা। সেই টাকাই সকলে ভাগ করে নিয়েছিলেন। ব্যাস, সেই শুরু স্বপ্ন দেখার। তারপর থেকেই তাঁরা আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। সেই বিশ্বাসে ভর করে এবারেও তাঁরা লটারি কাটেন। আর তাতেই এবার কেল্লাফতে।
জানা গিয়েছে, নিজেদের সামান্য উপার্জন থেকে অল্প অল্প টাকা দিয়ে ২৫০ টাকার টিকিট কেটেছিলেন তাঁরা। যেদিন লটারির ফল ঘোষণা হয় সেদিন তাঁরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। পরে যখন জানতে পারেন দশ কোটি টাকা জিতেছেন তখন স্বাভাবিকভাবেই তাঁদের আনন্দ বাঁধ ভাঙে। এই খবর পেয়ে অনেকেই তাঁদের অভিনন্দন জানাতে ছুটে আসেন।