You will be redirected to an external website

jadavpur student : বয়ানে একাধিক অসঙ্গতি, যাদবপুর কাণ্ডে গ্রেফতার ৪

jadavpur-student-:-বয়ানে-একাধিক-অসঙ্গতি,-যাদবপুর-কাণ্ডে-গ্রেফতার-৪

যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় অব্যাহত ধরপাকড়

যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় অব্যাহত ধরপাকড়। সৌরভ-দীপশেখর-মনোতোষের পর পুলিশের জালে আরও ছ’জন। রাতভর জিজ্ঞাসাবাদের পর পাকড়াও করা হয়েছে এদেরকে। ধৃতদের মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে দু’জনকে। নজরে আরও অনেকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে রয়েছেন মহম্মদ আরিফ (১৮)। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র, মহম্মদ আশিফ আফজল আনসারি (২২)। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুায়া। গ্রেফতার হয়েছে অঙ্কন সরকার (২০) তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র। এছাড়াও গ্রেফতার হয়েছেন অসিত সর্দার নামে একজন প্রাক্তন পড়ুয়া।

 সূত্রের খবর, সেই সকল বয়ানের সঙ্গে ধৃত চারজনের বয়ানের অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। এদের মধ্যে মহম্মদ আরিফ দাবি করেছিলেন, ঘটনার দিন প্রথম বর্ষের ওই পড়ুয়াকে তিনি বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর হাত ছাড়িয়েই সে ঝাঁপ মারে হস্টেল থেকে। ধৃত আরিফ কাশ্মীরের বাসিন্দা। তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। শুধু আরিফ নয়, বাকিদের বয়ানেও মিলেছে অসঙ্গতি। 

এর আগে যাদবপুরের ঘটনায় সর্ব প্রথম গ্রেফতার হয়েছিলেন সৌরভ চৌধুরী। এরপর গ্রেফতার হন দীপশেখর দত্ত (১৯), মনোতোষ ঘোষ (২০) নামের দুই পড়ুয়া। এর মধ্যে মনোতোষের ঘরেই ওই প্রথম বর্ষের পড়ুয়া থাকত বলে খবর।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বদলে-গেল-নেহরু-মেমরিয়াল-মিউজিয়ামের-নাম,স্বাধীনতা-দিবসেই-কেন্দ্রের-তরফে-এই-ঘোষণা- Read Next

বদলে গেল নেহরু মেমরিয়াল ...