সংযুক্ত আরব আমিরশাহি সফরে জয়শঙ্কর
সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সে দেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন তিনি। তবে দেশে পৌঁছে প্রথমেই জয়শঙ্কর যান আবু ধাবির বিএপিএস (বোচাসনবাসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা) হিন্দু মন্দিরে।
সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রী আবদুল্লা বিন জ়ায়েদ আল নাহ্য়ানের সঙ্গে আবু ধাবিতে বৈঠক করবেন জয়শঙ্কর। সেখানে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহির দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনীতি, পারস্পরিক সহযোগিতা প্রভৃতি বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হতে পারে। সেই সঙ্গে উঠতে পারে পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রসঙ্গও।
আবু ধাবির মন্দিরে গিয়ে রবিবারই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন জয়শঙ্কর। মন্দিরের সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেছেন তিনি। পোস্টে লিখেছেন, ‘‘আবু ধাবির বিএপিএস হিন্দু মন্দির দর্শন করতে পেরে আমি ধন্য। এটি ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহির বন্ধুত্বের একটি জলজ্যান্ত নিদর্শন।গত ১৪ ফেব্রুয়ারি আবু ধাবিতে বিএপিএস মিশনারিদের উদ্যোগে এই মন্দিরের উদ্বোধন হয়। উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবু ধাবির প্রাণকেন্দ্রে ২৭ একর এলাকা জুড়ে এই মন্দির তৈরি করা হয়েছে।