জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অচল ! সংগৃহীত ছবি
বানিহালের কাছে নতুন করে ভূমিধসের কারণে বৃহস্পতিবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যানবাহন চলাচল আবার স্থগিত করা হয়েছে।
ট্রাফিক বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সারা রাত বৃষ্টির পর বানিহালে ভূমিধস নেমেছ। যার জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে । তিনি জানান, বানিহালের শালগাড়িতে ভূমিধসের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। তিনি জনগণকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ভ্রমণের আগে ট্রাফিক বিভাগকে জিজ্ঞাসা করার পরামর্শ দিয়েছেন।
এসএসপি ট্রাফিক জাতীয় সড়ক মোহিতা শর্মা জানিয়েছেন, শালগাড়িতে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। তিনি টুইট করে জানিয়েছেন, জাতীয় সড়ক বন্ধ রয়েছে। ভ্রমণের পরিকল্পনা করার আগে, একবার ট্রাফিক বিভাগের সাথে পরামর্শ করুন।