You will be redirected to an external website

জাপানে আবার ভূমিকম্প,কম্পনের মাত্রা ৬.০, জারি হয়নি সুনামির সতর্কতা

জাপানে-আবার-ভূমিকম্প,কম্পনের-মাত্রা-৬.০,-জারি-হয়নি-সুনামির-সতর্কতা

জানুয়ারি মধ্য জাপানের যেখানে ভূমিকম্প হয়েছিল

জাপানে আবার ভূমিকম্প। ওই একই জায়গায়। এ বার কম্পনের মাত্রা ৬.০। তবে সুনামির সতর্কতা এখনও জারি করেনি জাপান সরকার। জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি। জাপানের ভূমিকম্প সংক্রান্ত সংস্থা জানিয়েছে, ১ জানুয়ারি মধ্য জাপানের যেখানে ভূমিকম্প হয়েছিল, সেই অংশই আবার কেঁপে উঠেছে।

বছরের প্রথম দিন জাপানে যে ভূমিকম্প হয়েছিল, তার কম্পনের মাত্রা ছিল ৭.৫। ভূমিকম্পটির কেন্দ্র ছিল হনসু দ্বীপের ইশিকাওয়া। তার জেরে আছড়ে পড়েছিল ভয়াবহ সুনামি। দেশের পশ্চিম উপকূল সংলগ্ন একাধিক শহরে ফুঁসে উঠেছিল সমুদ্র। 

নোটো পেনিনসুলায় দুমড়ে মুচড়ে গিয়েছিল বেশ কিছু বহুতল। মারা গিয়েছিলেন অন্তত ২০০ জন। শহরগুলির মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের নিরিখে এগিয়ে ছিল ওয়াজিমা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জনহীন দ্বীপ এবং প্রত্যন্ত এলাকায় এখনও আটকে রয়েছেন প্রায় সাড়ে তিন হাজার জন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather-:-পৌষ-শেষে-শীত-ফিরছে-বাংলায়,ভাল-খবর-শোনাচ্ছেন-আবহওয়াবিদরা Read Next

Weather : পৌষ শেষে শীত ফিরছে বা...