You will be redirected to an external website

তীব্র গরমে ভরসা বলতে ১ টি মাত্র কল, সংকটে জয়নগরের ৫০০ পরিবার

তীব্র-গরমে-ভরসা-বলতে-১-টি-মাত্র-কল,-সংকটে-জয়নগরের-৫০০-পরিবার

সংকটে জয়নগরের ৫০০ পরিবার

রাজ্যজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ ৷ তারই মধ্যে শুরু হয়েছে প্রচণ্ড জলকষ্ট ৷ পানীয় জলের মহা সমস্যায় ভুগছেন দক্ষিন ২৪ পরগনা জেলার জয়নগর দুই নম্বর ব্লকের হরিনারায়নপুর অঞ্চলের মণ্ডলপাড়ার বাসিন্দারা ৷ এলাকায় আপাতত একটি কলই ভরসা ৷ এই গরমের মধ্যেই লাইন দিয়ে সেই কল থেকেই জল সংগ্রহ করছেন প্রায় পাঁচশোটি পরিবার৷

গ্রীষ্মকাল এলেই এই এলাকায় প্রতিবছরই শুরু হয় জলের কষ্ট৷ এই বিষয়ে এলাকার বাসিন্দা আলাউদ্দিন মণ্ডল বলেন, “বিগত দুই থেকে তিন মাস ধরে আমরা এই সমস্যায় ভুগছি৷ শুধু এই বছরই নয়, প্রত্যেক বছরই আমরা এই কষ্ট সহ্য করি। প্রশাসনকে জানিয়েও কিছু হয়নি। একটাই কল আছে, যেটা থেকে মাঝে মধ্যে জল পড়ে। আর তার ওপরেই গ্রামের পাঁচশোটি পরিবার নির্ভরশীল। এভাবে আর কতদিন চলতে হবে তা কেউ জানেনা”। আনোয়ারা বিবি নামের এক মহিলা বলেন, “একটাই টিউবওয়েল এলাকায়। সেখানে জল পাওয়া গেলেও জলের পরিমান বেশ কম৷ প্রতিদিন গ্রামে টুকটাক ঝামেলা লাগে একটা কল থেকে জল নেওয়া নিয়ে। আমাদের এই দুর্দশার দিকে কারোর নজর নেই”।

PHE দফতরের পক্ষ থেকে জলের যে লাইন দেওয়া হয়েছে, সেখানে জল পাওয়া যায় না বলে তার অভিযোগ ৷ এলাকায় বেশীরভাগ সময় বিদ্যুৎ থাকে না বলেই জানা গিয়েছে ৷ গ্রামের আরেক বাসিন্দা রেহেনা বিবি জানান, “আমাদের এই জলকষ্টের বিষয়টি সবাই জানে ৷ বারবার সবাইকে জানানোর পরেও কোনও সুরাহা হয়নি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ফের-হুমকির-খুন-!৩০শে-এপ্রিল-খুন-হবেন-অভিনেতা-? Read Next

ফের হুমকির খুন !৩০শে এপ্র...