২৫০ কোটি টাকার প্রকল্প পেতে চলেছে ঝাড়গ্রাম
বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই ঝাড়গ্রাম পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূচি বদল করে আজই কলকাতায় ফিরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগেই ২৫০ কোটি টাকার প্রকল্পের উপহার ঝাড়গ্রামকে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে। জানা গিয়েছে ৭২ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মূলত যে প্রকল্পগুলি ইতিমধ্যেই কাজ শেষ হয়ে গেছে। আর ১৫০ কোটি টাকারও বেশি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভাল ফল করেছে ঝাড়গ্রামে। মনে করা হচ্ছে, এদিনের বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে কার্যত ঝাড়গ্রামের তৃণমূল নেতৃত্বকেও গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মঙ্গলবারই ঝাড়গ্রাম পৌছে কুড়মি এবং আদিবাসী সংগঠনদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই তরফেই যাতে সামঞ্জস্য বজায় থাকে সেই বার্তাই দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিনের বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান ঝাড়গ্রাম থেকে কেন্দ্রীয়ভাবে হলেও রাজ্যের ১৪ টি জেলাতেও পালিত হবে এই কর্মসূচি। ইতিমধ্যেই সেই নির্দেশিকা জারি করেছে নবান্ন। নবান্নের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আদিবাসী মানুষের মধ্যে ফলের গাছের চারা, হাঁস – মুরগি বিলি করা হবে। এছাড়াও আদিবাসী স্বনির্ভর গোষ্ঠীকে ব্যাংক থেকে হরিণ পাওয়ার সুযোগ করে দিতে সরকার থেকে আনন্দধারা প্রকল্পে রিভলভিং ফান্ড মঞ্জুর করা হবে। প্রতি জেলার জন্য অন্তত ২ হাজার ফলের চারা বিলি করার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।