You will be redirected to an external website

তীব্র গরমে স্কুলের সময় বদলে দিল ঝাড়খণ্ড,সকলের ক্লাস সকাল ৭টায়

তীব্র-গরমে-স্কুলের-সময়-বদলে-দিল-ঝাড়খণ্ড,সকলের-ক্লাস-সকাল-৭টায়

শনিবার দেশের মধ্যে সবচেয়ে বেশি গরম ছিল ঝাড়খণ্ডে

শনিবার দেশের মধ্যে সবচেয়ে বেশি গরম ছিল ঝাড়খণ্ডে। ডালটনগঞ্জে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। এই পরিস্থিতিতেও কিন্তু ছোটদের স্কুলে গরমের ছুটি দিচ্ছে না ঝাড়খণ্ড সরকার। বরং ছুটির বিকল্প হিসাবে বদলে দেওয়া হয়েছে স্কুলের সময়। সরকার জানিয়েছে, সোমবার থেকে সব স্কুলে সকাল ৭টা থেকে ক্লাস শুরু হবে।

শনিবার ঝাড়খণ্ডের শিক্ষা দফতর যে নির্দেশিকা দিয়েছে, তাতে বলা হয়েছে,২২ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত স্কুলে ছোটদের ক্লাস হবে সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। এই সময়ে ক্লাস চলবে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের। এ ছাড়া, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস চলবে সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

ওই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, স্কুল চলাকালীন রোদের মধ্যে কোথাও প্রার্থনা বা খেলাধূলার আয়োজন করা যাবে না। খোলা আকাশের নীচে ছাত্রছাত্রীদের দাঁড় করানো যাবে না। স্কুল থেকে মিড ডে মিল আগের মতোই পাবে সকলে। সরকার জানিয়েছে, এই সময়ের মধ্যে শিক্ষা সংক্রান্ত কোনও ক্ষতি হলে তা কী ভাবে পূরণ করা যায়, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Kalighat-Temple:-সংস্কারের-পর-অগস্ট-মাসে-নবরূপে-দেখা-যেতে-পারে-কালীঘাট-মন্দির Read Next

Kalighat Temple: সংস্কারের পর অগস্...