You will be redirected to an external website

বুধবার সন্ধ্যায় কম্বল কাণ্ডে অভিযুক্ত জিতেন্দ্র তিওয়ারি আচমকা বুকে ব্যথা অনুভব হওয়াই তড়িঘড়ি

বুধবার-সন্ধ্যায়--কম্বল-কাণ্ডে-অভিযুক্ত-জিতেন্দ্র-তিওয়ারি-আচমকা-বুকে-ব্যথা-অনুভব-হওয়াই-তড়িঘড়ি

জেল হেফাজতে হঠাৎ অসুস্থ জিতেন্দ্র তেওয়ারি, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে

 জেল হেফাজতে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যাবেলায় হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। এর সঙ্গে শ্বাসকষ্টের সমস্যাও ছিল। তখন সঙ্গে সঙ্গে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সূত্রে খবর, বুধবার সন্ধ্যার দিকে অসুস্থতাবোধ করেন কম্বল কাণ্ডে অভিযুক্ত জিতেন্দ্র তিওয়ারি। সঙ্গে সঙ্গে আসানসোল জেলা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা নিরীক্ষা করেন। পরে তাঁকে সিসিইউতে ভর্তি করা হয় বলে হাসপাতাল সূত্রে খবর।
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেই খবর। ঘটনার খবর পাওয়ার পরেই জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি এবং তাঁর কন্যা হাসপাতালে ছুটে যান। তাঁরা হাসপাতালে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি বর্তমান অবস্থার খোঁজ খবর নেন। তবে হাসপাতাল চত্বর জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তার জন্য যাতে কোনও খামতি না হয়, তার জন্য পুলিশি প্রহরা বাড়ানো হয় হাসপাতাল জুড়ে।উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবারই ১৪ দিনের জেলা হেফাজত হয় কম্বলকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির। এর আগে আট দিনের দিনের পুলিশি হেফাজতে ছিলেন তিনি। জামিনের আবেদন করার পরেও রেহাই মেলেনি আসানসোলের বিজেপি নেতার।গতকাল জিতেন্দ্রর জেল হেফাজতের নির্দেশ দেন আসানসোলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) তরুণকুমার মণ্ডল। প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণডাঙায় একটি কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের।ই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি সহ তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ ১৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার হন প্রাথমিক ভাবে। গত ১৮ মার্চ জিতেন্দ্রকে দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ।
জানা গিয়েছে, জিতেন্দ্র তিওয়ারির আগে থেকে পেট ও বুকের কিছু সমস্যা ছিল। এদিন সন্ধ্যার দিকে তিনি হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। এরপরেই খবর দেওয়া হয় আসানসোল বিশেষ সংশোধনাগারের চিকিৎসককে খবর দেওয়া হয়। তিনি এসে জিতেন্দ্রর স্বাস্থ্যের প্রাথমিক পরীক্ষা করেন।এরপরেই তাঁকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত জানান চিকিৎসক। সঙ্গে সঙ্গে আসানসোল জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জিতেন্দ্রকে সিসিইউতে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন হাসপাতালের চিকিৎসকরা।
 

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

আমরা-মা-মাটি-মানুষের-আদর্শের-দলের-লোক।-আমরা-ওই-ধরনের-ভয়কে-পাত্তা-দিই-না Read Next

আমরা মা মাটি মানুষের আদর...