সোমবার শর্ত সাপেক্ষে জামিন পেলেন জিতেন্দ্র তেওয়ারি
আসানসোল কম্বল কান্ডে কলকাতা হাইকোর্ট থেকে সোমবার শর্ত সাপেক্ষে জামিন পেলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাকে এদিন জামিন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। শর্তে বলা হয়েছে, তিনি আসানসোল পুরনিগম এলাকায় ঢুকতে পারবেন না বা থাকতে পারবেন না। যেদিন আদালতে এই মামলার শুনানি হবে, সেদিন তাকে সেখানে হাজিরা দিতে হবে। এর পাশাপাশি তিনি যে এলাকায় থাকবেন সেই এলাকার থানায় সপ্তাহে একদিন হাজিরা দিতে হবে ও মামলায় তাকে সহযোগিতা করতে হবে।
কম্বল বিতরণ-কাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে। কলকাতার প্রেসিডেন্সি জেলে ছিলেন বিজেপির এই নেতা।গত বছরের ১৪ ডিসেম্বর আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে একটি কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী, পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি৷ ওই অনুষ্ঠানের শুরুতে উপস্থিতি ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি চলে যাওয়ার পরই কম্বল বিলির ঘোষণায় উপস্থিত জনতার মধ্যে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা শুরু হয়।সেই সময় পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়৷ সেই ঘটনাতেই এক মৃতের পরিবারের পক্ষ থেকে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়৷ এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল জিতেন্দ্র এবং তাঁর স্ত্রীর৷
এর আগে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন বিজেপি নেতা৷ যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছিল আদালত৷ এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জিতেন্দ্র তিওয়ারি৷ শীর্ষ আদালতে জামিন মামলার শুনানির আগেই জিতেন্দ্রকে যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। স্ত্রীর সামনেই গ্রেফতার করা হয় বিজেপি নেতা জিতেন্দ্রকে। অবশেষে সোমবার শর্ত সাপেক্ষে জামিন পেলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাকে এদিন জামিন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ।