অভিযুক্ত পুলিশকর্তা কলকাতা পুলিশের ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। সংগৃহীত ছবি
পুলিশের হাতেই পড়ল হাতকড়া। পুলিশকে গ্রেফতার করল পুলিশই। নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল খোদ পুলিশেরও। চাকরির পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের এক এসিপি। অভিযুক্ত অফিসারকে গ্রেফতার করল ব্যারাকপুর কমিশনারেট। গুরুতর অভিযোগে ধৃত কলকাতা পুলিশের ACP সোমনাথ ভট্টাচার্য ।
পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে বরাহনগরের গোয়াবাগানের বাসিন্দা শৌর্য সাহা দাবি করেন, তাঁকে পানশালার লাইসেন্স ও তাঁর বোনকে কলকাতা পুসভায় গ্রুপ সি পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২ দফায় ৩৬ লক্ষ টাকা নিয়েছিলেন সোমনাথ ভট্টাচার্য। এর পর পানশালার লাইসেন্সের জন্য নির্দিষ্ট ফর্মও ফিল আপ করান তিনি। কিন্তু তার পর লাইসেন্সও হয়নি, বোনের চাকরিও হয়নি। টাকা ফেরত চেয়েও পাননি তিনি। এর পর সোমনাথ বাবুর বিরুদ্ধে বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
সম্প্রতি অন্য এক নিয়োগে দুর্নীতির কারণে গ্রেফতার হয়েছেন পূর্ব মেদিনীপুরের এক শিক্ষক। অভিযোগ, কাঁথিতে বেকার যুবক-যুবতীদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেক টাকা তুলেছেন দীপক জানা নামে এক শিক্ষক। তাঁর বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে। সোমবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে।এর মধ্যেই প্রকাশ্যে এল কলকাতা পুলিশের ওই কর্তার দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ।