২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর দাবি করে এসেছে
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা শেষে পাশ হল এ সংক্রান্ত প্রস্তাব। বিজেপি প্রথম থেকেই ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর দাবি করে এসেছে। এদিন শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষরা অধিবেশনকক্ষে এ নিয়ে নিজেদের বক্তব্য পেশ করেন। তবে কেন ২০ জুন বাংলার দিবস হতে পারে না, তা নিজের মতো ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরই ভোটাভুটি চায় বিজেপি। জয় বাংলা বনাম ভারত মাতা স্লোগান ওঠে অধিবেশন কক্ষে। পাশ হয় প্রস্তাব। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৬৭। বিপক্ষে ৬২, বিরত ১। এরপরই মুখ্যমন্ত্রীর গলায় শোনা যায়, বাংলার মাটি, বাংলার জল গানটি।বক্তব্য শেষ করার আগে মমতা বললেন, “কে সাপোর্ট করল না করল যায় আসে না। আমাদের নির্দেশ থাকবে, বাংলা দিবস পালন করব পয়লা বৈশাখ। শুভ নববর্ষের দিন। গান থাকবে বাংলার মাটি বাংলার জল।”
রাখিবন্ধনকে মর্যাদা দিয়ে বাংলার মাটি বাংলার জল এই সঙ্গীত ঠিক হোক। আমি ইমাম অ্যাসোসিয়েশন, রাজবংশী, আদিবাসী, হিন্দিভাষী, উর্দুভাষী, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান ক্লাব সকলকে ডেকেছিলাম। অনেকে বিশ্ববাংলা প্রতিষ্ঠার দিনটিও বলেছেন। তবে আমরা মনে করি যা মানুষের মনেপ্রাণে লেগে আছে, সেটাই গ্রাহ্য হোক। আমরা মনে করি বাংলার ক্যালেন্ডারে প্রথম দিনটা ১ বৈশাখকে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস হিসাবে ঘোষণা করতে চাই। বাংলার মাটি, বাংলার জল রবীন্দ্রসঙ্গীতকে বাংলার সঙ্গীত হিসাবে কার্যকরী করতে চাই। : মমতা