You will be redirected to an external website

কল্যাণী-মাঝেরহাট লোকাল লাইনচ্যুত! ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক

কল্যাণী-মাঝেরহাট-লোকাল-লাইনচ্যুত!-ঘটনায়-যাত্রীদের-মধ্যে-তীব্র-আতঙ্ক

কল্যাণী-মাঝেরহাট লোকাল লাইনচ্যুত

দুর্ঘটনার ফলে কামরার মাঝের দিকের দুটো চাকা লাইন থেকে নেমে যায় বলে খবর। শনিবার ৯টা ৫২ মিনিটে এই ঘটনা ঘটে। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। ট্রেনের গতিবেগ কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছে রেল।

বস্তুত, গত পাঁচ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার এমন ঘটনা ঘটল দমদম স্টেশনে। এর আগে গত মঙ্গলবার দমদম স্টেশনে না ঢুকে মাঝের একটি লাইনে ঢুকে যায় শিয়ালদহগামী একটি লোকাল ট্রেন। হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কারণ, স্টেশনে না ঢোকার ফলে ট্রেনে ওঠা-নামা করতে পারেননি যাত্রীরা। ওই ভাবে মিনিট ২০ দাঁড়িয়েছিল লোকাল ট্রেনটি। সে বার রেলের যুক্তি ছিল, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। জানা যায়, প্যানেলের সমস্যার কারণে এই ভোগান্তি হয়েছে।

কিন্তু, শনিবার যে ভাবে ট্রেনের দুটো চাকা লাইনচ্যুত হয়েছে, তাতে একটু গতি থাকলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “সকাল ৯টা ৫২ মিনিটে ৫ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় দমদমে ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকালের মাঝের দিকের একটি কামরার দু’টি চাকা লাইনচ্যুত হয়। চালকের তৎপরতায় কোনও দুর্ঘটনা ঘটেনি। ট্রেন তিনি থামিয়ে দিয়েছিলেন। প্রায় দেড় ঘণ্টা সেখানেই ট্রেনটি ছিল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Libya-Disaster:-লাফিয়ে-বাড়ছে-সংখ্যা,-২০-হাজার-মানুষের-মৃত্যুর-আশঙ্কা-লিবিয়ায় Read Next

Libya Disaster: লাফিয়ে বাড়ছে সংখ...