You will be redirected to an external website

Justice Ganguly on Kunal Ghosh: কুণালের দরাজ প্রশংসায় বিচারপতি গাঙ্গুলি

Justice-Ganguly-on-Kunal-Ghosh:-কুণালের-দরাজ-প্রশংসায়-বিচারপতি-গাঙ্গুলি

 পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

 পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারই ইস্তফা দেবেন, রবিবার নিজেই সে কথা জানিয়েছেন। তাঁর ইস্তফার খবরে জোর চর্চা শুরু হয়েছে। রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তৃণমূল নেতা কুণাল ঘোষ এদিন স্বাগত জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। 

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে এক সাংবাদিক কুণালের শুভেচ্ছাবার্তার বিষয়ে বিচারপতিকে জানান। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা যায় মানুষ হিসাবে কুণালের প্রশংসা।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি এটুকু মন্তব্য করতে পারি, কুণালবাবুর সঙ্গে আমার হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজনীতি নিয়ে নয়, সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে ভাল লেগেছে।

অন্যদিকে এদিন কুণাল ঘোষের দরাজ প্রশংসা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, রাজনীতিবিদ হিসাবে কুণাল অনেক কিছুই বলতে পারেন। তবে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা উল্লেখযোগ্য। বিচারপতি বলেন, “উনি তো সাংসদ ছিলেন, বহুদিন রাজনীতি করছেন। আমি কথা বলে যতটুকু বুঝেছি, কথা বলে ভাল লেগেছে।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Sukanta-Majumdar:-‘ভাগ্য-জোরে-বেঁচে-গিয়েছি’,-কনভয়-দুর্ঘটনার-পর-বললেন-সুকান্ত Read Next

Sukanta Majumdar: ‘ভাগ্য জোরে বেঁচ...