You will be redirected to an external website

২ মাসের মধ্যে ৭১ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

২-মাসের-মধ্যে-৭১-জনকে-প্রাথমিকে-নিয়োগের-নির্দেশ-বিচারপতি-গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সদ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাতিল হয়েছে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি। আর এবার অন্য একটি মামলায় ৭১ জনকে নিয়োগ করার নির্দেশ দিল আদালত। হাওড়ার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বুধবার। সেই মামলাতেই ৭১ জন মামলাকারীকে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আগামী ২ মাসের মধ্যে নিয়োগ করতে হবে তাঁদের। বিচারপতি জানিয়েছেন, প্রার্থীদের সঙ্গে অন্যায় করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই দু-মাসের মধ্যে এদের চাকরিতে নিয়োগ করতে হবে।

২০০৯ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় হাওড়া জেলায়। ২০১০ সালের ২২ এপ্রিল পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই নিয়োগ নিয়েই এই মামলা। তৃণমূল ক্ষমতায় আসার পর বর্তমান রাজ্য সরকার ২০১২-তে বাতিল করে দেয় ওই নিয়োগ প্রক্রিয়া। পুরো প্রক্রিয়াকেই বেআইনি বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার।

এই ইস্যুতে মামলা হলে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে ফের পরীক্ষা হয়। ২০১৪ সালে লিখিত পরীক্ষা নেওয়া হয়, অ্যাপ্টিটিউড টেস্টও হয়। ওই প্রার্থীরাই ফের অংশগ্রহণ করেন। সবাই পাশও করেন। সেই সময় আনুমানিক প্রায় ১২০০ শূন্যপদ ছিল হাওড়ায়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

কলকাতা সহ দক্ষিণবঙ্গে স...