বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টে ফের স্থগিত হল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়। স্থগিত হয়ে গেল তাঁর দেওয়া নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার রায়। ইতিমধ্যেই এই তিন রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিহারারা। ডিভিশন বেঞ্চ বেতন ফেরত দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকা ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করতে হবে, তাদের যাবতীয় বেতন ফেরত দিতে হবে এবং তাদের বদলে নতুন নিয়োগ করতে হবে। বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়।
এদিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি পেয়েছিলেন তিনি। আবার তাঁরই নির্দেশে গিয়েছিল চাকরিও। আরও একবার চাকরি ফিরে পাওয়ার আশায় কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছেন ববিতা সরকার। একাদশ-দ্বাদশ শ্রেণির বিস্তারিত মেধাতালিকা প্রকাশ চেয়ে মামলা করেন তিনি।