You will be redirected to an external website

"বিচারপতি আসনের অপব্যবহার করছেন, এমনই মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ!

'রাজনৈতিক ক্যাডারে পরিণত হয়েছেন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ কুণালের !

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ এক্তিয়ার বহির্ভূত, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় এ প্রসঙ্গে বললেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ কোনওভাবেই আইন বহির্ভূত নয়। আদালতের যে পর্যবেক্ষণ বা আদেশ, তা সম্পর্কে কুণাল ঘোষ যে কথা বলেছেন, তা সমর্থনযোগ্য নয়।

কুণাল ঘোষের দাবি, বিচারপতির আসনের অপব্যবহার করা হচ্ছে। কথায় কথায় তদন্তকে প্রভাবিত করার কোনও অধিকার বিচারপতির নেই। এ প্রসঙ্গে অশোকবাবু বলেছেন, “আদালত ২২৬ ধারা তদন্ত সম্পর্কে কখনই এই ধরনের কথা বলতে পারেন না। এই মন্তব্যটা কিন্তু ঠিক নয়। আদালত অনেক ক্ষেত্রেই ২২৬ ধারায় বিচার করতে করতে তদন্তকারী অফিসারদের অনেক নির্দেশ দিয়েছেন। অতীতে নির্দশন রয়েছে। এটাকে আইন বহির্ভূত বলতে পারবেন না। এর পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধী খোঁজার চেষ্টা করাও ঠিক নয়।”

অবসরপ্রাপ্ত বিচারপতির মতে, তদন্ত ঠিক মতো চলছে কিনা, তা দেখা কিংবা মনিটর করার দায়িত্ব বিচারপতির থাকে। যদি সেই তদন্ত হাইকোর্টের নির্দেশে শুরু হয়। এখানে সিবিআই তদন্ত শুরু হয়েছে বিচারপতির নির্দেশে। সেখানে তদন্ত দেখার অধিকার রয়েছে বিচারপতির।

অশোকবাবুর মতে, তদন্তের কোনটা ঠিক পথ, কোনটা বেঠিক পথ, তা দেখার দায়িত্ব আদালতের থাকে। কেউ আদালতের পর্যবেক্ষণে খুশি নাও হতে পারে। তিনি উচ্চ আদালতে যেতে পারেন। কিন্তু এই ধরনের মন্তব্য অনভিপ্রেত বলে অবসরপ্রাপ্ত বিচারপতি মনে করেন।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

দুর্নীতির-দালাল!-তৃণমূল-বিধায়কের-বাড়িতে-হানা--ইডির-! Read Next

দুর্নীতির দালাল! তৃণমূল ...