You will be redirected to an external website

'সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও', মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় !

'সুপ্রিম-কোর্ট-যুগ-যুগ-জিও',-মুখ-খুললেন-বিচারপতি-গঙ্গোপাধ্যায়--!-

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আক্ষেপ ! সংগৃহীত ছবি

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর একক বেঞ্চ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি প্রত্যাহারের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, বিচারপতি গাঙ্গুলি চাকরি পাওয়ার জন্য আন্দোলনকারী লোকদের জন্য একজন নায়ক। যদিও ভয়ের সবচেয়ে বড় কারণ দুর্নীতিবাজদের জন্য।

শনিবার নিউ টাউনের ইকো পার্কে মর্নিং ওয়াক করতে আসা দিলীপ ঘোষকে বিচারপতি গাঙ্গুলি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি ন্যায়বিচারের মূর্তি। মানুষের আশা-আকাঙ্খার প্রতীক। প্রায় এক মাস ধরে এমন আলোচনা চলছিল যে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে, তাই এখন এমন সিদ্ধান্ত আসায় এর পেছনে কোথাও ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। বিচার প্রক্রিয়াকেও এসব ষড়যন্ত্রের আওতার বাইরে রাখা না হলে চিন্তার বিষয়।

তিনি আশ্বস্ত করেন আগামী সপ্তাহ থেকেও তাকে আগের মতো চেনাভাবেই পাওয়া যাবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন,'' কোনও ব্যক্তিগত কারণে এই মামলা করতে শুরু করেননি । আগামী দিনে যিনি এই মামলা শুনবেন তিনি তাঁর মতো কাজ করবেন। তাতে আমি যে কাজটা ছ মাসে করছি, সেই কাজটা তাঁর যদি ৬০ বছর লেগে যায় তাতে কারও কিছু বলার নেই। একেকজনের কাজ করার ধরন একেকরকম।আমি চাকরি ছাড়ছি না বা পালিয়ে যাওয়ার লোকও নই।'' তাও স্পষ্ট করে দেন বিচারপতি।

উল্লেখ্য, বিচারপতি গাঙ্গুলি শুক্রবার রাতে তাঁর চেম্বার থেকে বের হওয়ার পরে মিডিয়ার সাথে কথাও বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ তাঁকে নায়ক মনে করলেও আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেই নায়ক মারা গেছেন। এখন চাকরি প্রত্যাশীদের হয়তো সারাজীবন অপেক্ষা করতে হবে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বাইরে-রোদের-উষ্ণতার-সঙ্গে-তাল-মিলিয়ে-চড়া-আগুন-বাজারেও-!-জেনে-নিন-আগুন-বাজারের-দর-! Read Next

বাইরে রোদের উষ্ণতার সঙ্...